আসন্ন ঈদ উপলক্ষে বাজারে এসেছে শিল্পী সানিয়া সুলতানা লিজার একক অডিও অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’। মঙ্গলবার এর মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।
‘ক্লোজআপ ওয়ান ২০০৮’ বিজয়ী কণ্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজার দ্বিতীয় একক অডিও অ্যালবাম এটি। আধুনিক গানের এ অ্যালবামটিতে ১১টি গান রয়েছে। এর মধ্যে দু’টি ডুয়েট গানে লিজার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর ও আরফিন রুমি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগীত শিল্পী কনা, এলিটা, জুয়েল মোর্শেদ, রাজীব, পূজা, লোপা ও কোনালসহ সংস্কৃতি অঙ্গনের নানা ব্যক্তি।
বিডি-প্রতিদিন/ ১৫ জুলাই, ২০১৫/ রশিদা