জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসকে এবার টিভি নাটকে অভিনয় করতে দেখা যাবে। ঈদের জন্য নির্মিত ‘ফুলকুমারি’ নামের ওই নাটকে অভিনয় করেছেন তিনি। বৈশাখী টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে নাটকটি।
এরই মধ্যে নাটকটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। জামাল উদ্দিনের পরিচালনায় নাটকটিতে ইমরুলের সহশিল্পী হিসেবে রয়েছেন বিজরী বরকতুল্লাহ। নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন— ইন্তেখাব দিনার, নাদিয়া, মঈন আহমেদ ও স্নাতা। জামাল উদ্দিন জানান, নাটকে ক্রিকেটার চরিত্রেই অভিনয় করেছেন ইমরুল। নাটকের মাত্র একটি দৃশ্যে দেখা যাবে তাকে। এতে বিজরী বরকতুল্লাহ অভিনয় করেছেন ইমরুলের ভক্ত চরিত্রে।
বিডি-প্রতিদিন/ ১৫ জুলাই, ২০১৫/ রোকেয়া।