ভারতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির জীবন নিয়ে নির্মিত হতে যাচ্ছে একটি বায়োপিক 'এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি'। এত ধোনির চরিত্রে অভিনয় করছেন বলিউডের হালের সুপারস্টার সুশান্ত সিং রাজপুত। তবে তার স্ত্রী সাক্ষীর চরিত্রে কে অভিনয় করছেন তা নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। তাতে ভিন্নমাত্রা যোগ করেছেন বলিউডের নতুন সেনসেশন পরিনীতি চোপড়া। বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে যে সাক্ষীর চরিত্রে দেখা যেতে পারে এই অভিনেত্রীকে।
সাক্ষীর চরিত্রের জন্য ইতোমধ্যে নাম উঠে এসেছে বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রীর নাম। এই তালিকায় ছিলেন হালের ক্রেজ আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর ও কৃতি স্যাননের মতো অভিনেত্রীরাও। তবে সম্প্রতি জানা যায়, সাক্ষীর চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে পরিনীতি চোপড়াকে। বায়োপিকটির শুটিংও শুরু হতে পারে কিছুদিনের মধ্যেই।
'এমএস ধোনি : দ্য আলটোল্ড স্টোরি ' বায়োপিকে ধোনির ক্যারিয়ার ছাড়াও ব্যক্তিগত জীবন, স্ত্রী সাক্ষীর সঙ্গে সম্পর্কের বিষয়গুলো তুলে ধরা হবে।
উল্লেখ্য, ২০১২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহেন্দ্র সিং ধোনি ও সাক্ষী রাওয়াত। তাদের ঘরে ইতোমধ্যে একটি কন্যাও রয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ জুলাই ২০১৫/শরীফ