মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার প্রথম ডেটিং নিয়ে নির্মিতব্য মুভি 'সাউথসাইড উয়িদ ইউ'র ফার্স্ট লুক অনলাইনে প্রকাশিত হয়েছে। রোমান্টিক ধাঁচের এই মুভিটিতে অভিনেতা পার্কার সইয়ারস বারাক ওবামা ও টিকা সাম্পটার মিশেলের চরিত্রে অভিনয় করছেন। দ্য হলিউড রিপোর্টার তাদের এক প্রতিবেদনে একথা জানিয়েছে। খবর পিটিআই'র
'সাউথসাইড উয়িদ ইউ' মুভিটির গল্প লিখেছেন রিচার্ড টান। এটি পরিচালনাও করছেন তিনি।
বিডি-প্রতিদিন/১৫ জুলাই ২০১৫/শরীফ