অপু বিশ্বাস, বিদ্যা সিনহা মিম ও মাহিয়া মাহী- ঈদের আনন্দ বাড়িয়ে দিয়ে বড় পর্দায় আসছেন জনপ্রিয় এই তিন নায়িকা। তাদের প্রত্যেকের একটি করে ছবি মুক্তি পাচ্ছে ঈদে।
অপু বিশ্বাস আসছেন 'লাভ ম্যারেজ' ছবিটি নিয়ে। শাহীন-সুমন পরিচালিত কমেডি ও পারিবারিক গল্পের এ ছবিতে অপুর বিপরীতে আছেন শীর্ষ নায়ক শাকিব খান। অপু বলেন, ঈদের খুশিতে শামিল হতে পারছি বলে খুশি লাগছে। বিদ্যা সিনহা মিম অভিনীত 'পদ্ম পাতার জল' ছবিটি হবে গতানুগতিক ধারার বাইরে উন্নত শৈল্পিকমানের সেরা আকর্ষণ। বিগ বাজেট ও অ্যারেঞ্জমেন্টের এই ছবিতে দর্শক একদিকে পাবেন বাণিজ্যিক ছবির পূর্ণাঙ্গ আমেজ, অন্যদিকে কাব্যময় শিল্পমান। ছবিটি পরিচালনা করেছেন তন্ময় তানসেন। ত্রিপড স্টুডিও প্রযোজিত 'পদ্ম পাতার জল' ইতিমধ্যে দর্শকের মাঝে বিপুল আগ্রহ তৈরি করেছে। মিম এতে বাইজি চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে আছেন ইমন। মিম বলেন, অসাধারণ গল্পের একটি ছবি এটি।
'অগ্নি' ছবির সিক্যুয়েল 'অগ্নি টু' নিয়ে হাজির হচ্ছেন মাহিয়া মাহী। ইফতেখার চৌধুরী পরিচালিত অ্যাকশন ধাঁচের এ ছবিতে মাহীকে দেখা যাবে অ্যাকশন লেডিরূপে। তার বিপরীতে আছেন কলকাতার নায়ক ওম। ছবিটি প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া।