দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা পথচলার ১৮ বছর পূর্ণ করে ১৯ বছরে পদার্পণ করেছে। দেড় যুগ পূর্তি উপলক্ষে গতকাল চ্যানেলটির কার্যালয়ে অনুষ্ঠিত হয় বর্ষপূতি উদযাপন অনুষ্ঠান। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল সকালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এটিএন বাংলা চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই এটিএন বাংলার কার্যালয়ে হাজির হন মন্ত্রী, এমপিসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিজ্ঞাপনী সংস্থা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, অভিনয়শিল্পী, নির্মাতা, প্রযোজকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর আগে এটিএন বাংলার জন্মদিন উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রীসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের পক্ষ থেকে শুভেচ্ছা বাণী প্রেরণ করেন চ্যানেলটির জন্য। এ ছাড়া বর্ষপূর্তি উপলক্ষে আগত অতিথিরা ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি এটিএন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত সাক্ষাৎকার প্রদান অনুষ্ঠানেও অংশ নেন। 'অবিরাম বাংলার মুখ' স্লোগানকে বুকে ধারণ করে ১৫ জুলাই ১৯৯৭ যাত্রা শুরু করে চ্যানেলটি।