গঙ্গাজল ২-এর পোশাক ছেড়ে বার কাশীবাঈয়ের শাড়ি পরবেন প্রিয়াঙ্কা চোপড়া। যতই হোক ঐশ্বর্য রাই এবং কারিনা কাপুরকে হারিয়ে জায়গা পেয়েছেন তিনি। তাই হাতছাড়া হওয়ার আগেই রানীর চেয়ার দখল করতে চান পিগি চপস। বলা তো যায় না কে আবার কেড়ে নেয় তার রাজ্যপাট! হয়তো সে কারণেই মুম্ব্বাইতে পা রেখেই টুইট করে এ খবর নিজেই জানালেন প্রিয়াঙ্কা। কিন্তু কীভাবে হেভিওয়েট নায়িকাদের হারালেন প্রিয়াঙ্কা? ২০০৩-এ সালমান খান, ঐশ্বর্য রাই এবং রানী মুখোপাধ্যায়কে নিয়ে 'বাজিরাও মাস্তানি'র চিত্রনাট্য সাজিয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানশালি। পরে ঐশ্বর্য রাজি না হওয়ায় তার চরিত্রে কারিনা কাপুরকে ভাবেন পরিচালক। কিন্তু 'বেগম সাহেবা'ও বেঁকে বসায় সুযোগ ছিনিয়ে নেন প্রিয়াঙ্কা। সোমবার 'বাজিরাও মাস্তানি'র সেটে ঢুকে পড়েন তিনি। শুটিং শুরু হলো।