এবারের পবিত্র ঈদুল-ফিতরে একুশে টেলিভিশন দর্শকদের জন্য আয়োজন করেছে ছয় দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ অনুষ্ঠানমালা। আর এই আয়োজনে থাকছে তারকা বহুল ছয় পর্বের বিশেষ নৃত্যানুষ্ঠান। ইসরাফিল শাহীনের প্রযোজনায় ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ০৫ মিনিটে প্রচার হবে অনুষ্ঠানটি।
ঈদের দিন থাকছে প্রয়াত নায়ক সালমান শাহ্ অভিনীত চলচ্চিত্রের গানের সঙ্গে নৃত্য পরিবেশনা 'সালমান শুধুই সালমান'। দ্বিতীয় দিন থাকছে বাংলার আরেক
রোমান্টিক হিরো জাফর ইকবাল অভিনীত গানের সঙ্গে নৃত্য পরিবেশনা 'চির সবুজ জাফর ইকবাল'। তৃতীয় দিন ক্ল্যাসিকাল নৃত্যের পরিবেশনা 'এসো শ্যামল সুন্দর'। চতুর্থ দিন ফিউশন গানের সঙ্গে নৃত্য পরিবেশনা 'এক পায়ে নূপুর'। পঞ্চম দিন নজরুল সংগীতের সঙ্গে নৃত্য 'খেলিছে জলদেবী'। অনুষ্ঠানটি ভিন্নস্বাদের হবে বলে প্রত্যাশা প্রযোজকের।