বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ। আর ঈদ মানেই চ্যানেলে চ্যানেল বর্ণাঢ্য অনুষ্ঠান। প্রতিটি চ্যানেল ঈদ উপলক্ষে সাজিয়েছে তাদের অনুষ্ঠানের ডালি। বেশিরভাগ চ্যানেলই সাত দিন ব্যাপি অনুষ্টানের আয়োজন করেছে। নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র, সংগীতানুষ্ঠানসহ রয়েছে অন্যান্য আয়োজনও। তবে এত এত অনুষ্ঠানের ভিড়ে ভালো আয়োজন খুঁজে পাওয়া মুশকিলের ব্যাপার। আর তাই দর্শকদের সুবিধার্থে শোবিজ প্রকাশ করছে চার পৃষ্ঠার নির্বাচিত অনুষ্ঠান। ঈদ উদযাপনের সঙ্গে বাড়তি আকর্ষন হিসেবে অনুষ্ঠানগুলো আপনাদের আনন্দ আরো বাড়িয়ে দেবে বলেই প্রত্যাশা।
এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে বিরতিহীন বিশেষ নাটক 'আকাশের ঠিকানায়'। বান্দরবানে চিত্রায়িত এ নাটকটি রচনা-পরিচালনায় রয়েছেন জাকারিয়া সৌখিন। অভিনয় করেছেন আফরান নিশো, তিশা ও অরুণা বিশ্বাস। গল্পে দেখা যাবে- বিষণ্ন মেয়ে তরী। সে পাহাড়ে ঘুরে বেড়ায়। পাহাড় থেকে আকাশ সবচেয়ে কাছে। সেখানে বসে সে চিঠি পাঠায় আকাশের ঠিকানায়। কিন্তু একদিন হুট করে তরীর জীবনে আসে উচ্ছল তরুণ জারিফ। তারপর বদলে যেতে থাকে তরীর জীবন।
'তবুও আমারে দেবোনা ভুলিতে' প্রচার হবে বিকাল ৪টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে। আজাদ আবুল কালামের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয়ে আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, রওনক হাসান, ফেরদৌসী মজুমদার, সানজিদা প্রীতি প্রমুখ। দীর্ঘদিন পর অভিনয় করলেন আফজাল-সুবর্ণা জুটি।
মৌ-নোবেল অভিনীত নাটক 'লাভ ফাইনাললি' প্রচার হবে আরটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ২০ মিনিটে। এটি রচনা ও পরিচালনা করেছেন কৌশিক শংকর দাশ। গল্পটি রোমান্টিক স্বাদের। মৌ-নোবেল দু'জন দু'জনকে ভালোবাসে। মৌ ফ্যাশন ডিজাইনার। আর নোবেল মিউজিশিয়ান। কিন্তু ব্যস্ততা তাদের মধ্যে দেয়াল হয়ে দাঁড়ায়।
কিংবদন্তি সংগীতশিল্পী ফিরোজা বেগমের জীবন ও তার অমর সৃষ্টি নিয়ে শাফিন আহমেদ ও হামিন আহমেদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান 'আমারে দিবো না ভুলিতে'। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শাকিলা জাফর। এটি প্রচার হবে ঈদের চতুর্থ দিন রাত ৯টা ৪০ মিনিটে বাংলাভিশনে। প্রযোজনা করেছেন রেহেনা রাহা।