ঈদ মানেই হুমায়ূন আহমেদের নাটক। দীর্ঘদিন ধরেই এই রীতি চলে আসছে। এখন হুমায়ূন আহমেদ নেই। তাই বলে থেমে নেই হুমায়ূন রসের উপস্থাপন। এবারও থাকছে হুমায়ূন আহমেদের নাটক। তার গল্প থেকে একটি নাটক ও একটি টেলিফিল্ম নির্মিত হয়েছে এবার। আর নাটক-টেলিফিল্মটি প্রচার হবে চ্যানেল আইয়ে। নির্মিত নাটকটির শিরোনাম 'তিথির নীল তোয়ালে', আর টেলিফিল্মের শিরোনাম 'প্রিয় পদরেখা'।
'তিথির নীল তোয়ালে' নামের নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন। আর তিথির নাম ভূমিকায় এ নাটকে অভিনয় করেছেন একেবারে নতুন মুখ যোহরা ইতিশা। আরও অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান, মীর সাবি্বর, ঝুনা চৌধুরী, নৌমিতা দাস প্রমুখ। নাটকটি প্রচার হবে ঈদের দিন রাত ৭টা ৫০ মিনিটে। অন্যদিকে টেলিফিল্ম 'প্রিয় পদরেখা' পরিচালনা করেছেন মোহাম্মদ ইব্রাহীম। এ টেলিফিল্মে অভিনয় করেছেন ইরেশ যাকের, জয়ন্ত চট্টোপাধ্যায়, ঝুনা চৌধুরী, শবনম ফারিয়া, মুনিরা মিঠু, নুসরাত, ইয়ান হুয়া, জুয়েল রানা প্রমুখ। প্রচার হবে ঈদের তৃতীয় দিন বিকাল ২টা ৩০ মিনিটে।
নাটক 'তিথির নীল তোয়ালে'
[চ্যানেল আইয়ে ঈদের দিন রাত ৭টা ৫০ মিনিটে। অভিনয়ে রিয়াজ, সৈয়দ হাসান ইমাম, লায়লা হাসান প্রমুখ]
টেলিফিল্ম 'প্রিয় পদরেখা'
[চ্যানেল আইয়ে ঈদের তৃতীয় দিন বিকাল ২টা ৩০ মিনিটে। অভিনয়ে ইরেশ যাকের, জয়ন্ত চট্টোপাধ্যায় প্রমুখ]