ঈদ অনুষ্ঠানে প্রতিটি চ্যানেলই বিশেষ আকর্ষণ রাখার চেষ্টা করে। এবার এনটিভির বিশেষ আকর্ষণ শমী কায়সারের অভিনয়। দীর্ঘদিন পর শমী অভিনয় করেছেন। চয়নিকা চৌধুরীর রচনা-পরিচালনায় তিনি অভিনয় করেছেন 'অনুমতি প্রার্থনা' শিরোনামের টেলিফিল্মে। এতে তার বিপরীতে রয়েছেন মাহফুজ আহমেদ। অর্থাৎ সেই মাহফুজ-শমী রসায়ন আবার পর্দায়। বিষয়টা নস্টালজিক, আবার তরতাজা অনুভূতিও।
'অনুমতি প্রার্থনা' প্রচার হবে ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ৩৫ মিনিটে। শমী কায়সার-মাহফুজ আহমেদ ছাড়াও এ টেলিফিল্মে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মিথিলা প্রমুখ। গল্পে দেখা যাবে- নীলগিরির রাস্তায় পাহাড় ধসে পড়েছে। সব রাস্তা বন্ধ। ফিরে যাওয়ারও কোনো উপায় নেই। অগ্যতা অতনু নীলগিরিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অনেক কষ্টে নীলগিরি পৌঁছে সে জানতে পারে সেখানে থাকার মতো কোনো কটেজ খালি নেই। বিপদে পড়ে যায় অতনু। হঠাৎ করেই রাস্তায় দেখা হয়ে যায় রিয়ার সঙ্গে। এখানে এই নির্জন পরিবেশে দেখা হয়ে যাওয়ায় দু'জনই খুব অবাক হয়। কারণ, আজ থেকে পাঁচ বছর আগে অতনু আর রিয়ার ডিভোর্স হয়। এরপর এতগুলো দিন চলে গেল। কী হবে আজ? পুরনো ক্ষতে শীতল প্রলেপ কি পড়বে?
গল্পে মাহফুজ অতনু আর রিয়া হয়েছেন শমী। পুরো নাটকটি চিত্রায়িত হয়েছে বান্দরবানে। পাঁচদিন টানা শুটিং হয়েছে সেখানে।