এটিএন বাংলায় ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত বিকাল ৫টা ৩৫ মিনিটে প্রচার হবে ছয় পর্বের বিশেষ ধারাবাহিক নাটক 'রকস্টার'। রায়হান খানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, আবুল হায়াত, ওয়াহিদা মল্লিক জলি, তারিন/রিচি, অপূর্ব, মিশু সাব্বির, সাজ্জাদ, পাভেল প্রমুখ।