মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় টেলিফিল্ম 'পাপারাজ্জি' বাংলাভিশনে প্রচার হবে ঈদের ২য় দিন বেলা ২টা ১০ মিনিটে। টেলিফিল্মে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আরফান নিশো, অর্ষা, শম্পা রেজা, নিয়াজ মোর্শেদ প্রমুখ। একজন ফটোগ্রাফার আর একজন নায়িকাকে ঘিরে টেলিফিল্মের গল্প আবর্তিত হয়েছে।