মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটক 'লাইক অ্যান্ড কমেন্টস' বাংলাভিশনে প্রচার হবে ঈদের ২য় দিন রাত ১১টা ৫৫ মিনিটে। নাটকে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, মৌটুসী বিশ্বাস, তারিক স্বপন, শামীমা নাজনীন, মিলন ভট্টাচার্য্য, নুর আলম নয়ন প্রমুখ। ফেসবুকে ছবি আপডেটকে কেন্দ্র করে নাটকের গল্প।