সাগর জাহান-এর রচনা ও পরিচালনায় নাটক 'এ শহর মাধবীলতার না' বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৩য় দিন রাত ৮টায়। নাটকে অভিনয় করেছেন অপি করিম, আনিসুর রহমান মিলন, শাহনেওয়াজ রিপন, মাসুদ হারুণ প্রমুখ। এক নাট্যকর্মী বিএফডিসিতে দুটি দৃশ্য ধারণ করতে গিয়ে নাটকের গল্পের সূত্রপাত ঘটে।