ছুটিতে দেশের শোবিজের সব সেলিব্রেটি খেলবেন ক্রিকেট। মাঠে খেলেছেন অনেক আগেই সেটাই সম্প্রচার করবে জিটিভি। ছয় পর্বের এই ক্রিকেট ফেস্টিভাল সম্প্রচার শুরু হবে ঈদের দিন, চলবে সাত দিন। ঈদের দিন থেকে ঈদের ৩য় দিন প্রচার হবে বিকাল ৩টায় এবং ৪র্থ থেকে ৭ম দিন প্রচার হবে বিকাল ৫টা ২০ মিনিটে।