বাংলাদেশে সমকালীন ফিউশন ধারার গানে অন্যতম জনপ্রিয় শিল্পী হৃদয় খান। শূন্য দশক থেকে পপ ফিউশনের সঙ্গে বাংলার মিশেলে সুর করে তিনি জয় করেছেন শ্রোতাদের মন। সরাসরি সম্প্রচারিত এবং দর্শকদের সরাসরি ফোনে কথা ও অনুরোধের গানের অনুষ্ঠান কল-এর গান। প্রচার হবে ঈদের ৩য় দিন রাত ৯টা ৪৫ মিনিটে।