ঈদের ২য় দিন রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক 'ফিরে এলো রূপবান'। এটি প্রচার হবে দেশটিভিতে। পরিচালনায় মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে শ্রেয়া সর্বজয়া, ইরেশ যাকের, সাঈদ বাবু প্রমুখ। গল্পে দেখা যাবে- রূপবান তার ভাই আনিসের বন্ধুদের নিয়ে একটা গ্যাং চালায়।
ঈদের ২য় দিন রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে নাটক 'ফিরে এলো রূপবান'। এটি প্রচার হবে দেশটিভিতে। পরিচালনায় মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে শ্রেয়া সর্বজয়া, ইরেশ যাকের, সাঈদ বাবু প্রমুখ। গল্পে দেখা যাবে- রূপবান তার ভাই আনিসের বন্ধুদের নিয়ে একটা গ্যাং চালায়।