এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে নাটক 'আতর মুন্সী'। প্রশান্ত অধিকারীর মূল ভাবনায় নাটকটির চিত্রনাট্য করেছেন হাবিব। সাজ্জাদ সনির পরিচালনায় গল্পে দেখা যাবে প্রাচীন আমলের ক্ষয়িষ্ণু দোতলা বাড়ি। বাড়ির একমাত্র বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব এয়াকুব আলী ওরফে আতর মুন্সী।