এনটিভিতে ঈদের দিন থেকে প্রতিদিন রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক 'স্টোরি বোর্ড'। রায়হান খানের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন তারিক আনাম খান, আবুল হায়াত, মোশাররফ করিম, তারিন, প্রভা, মিশু সাব্বির, সমাপ্তি ওয়াদুদ, শিল্পী সরকার অপু, খালেদা আক্তার কল্পনা প্রমুখ।