এনটিভিতে ঈদের দিন থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে প্রচার হবে ঈদের ধারাবাহিক নাটক 'ভ্যানিটি ব্যাগ'। আলী ফিদা একরাম তোজোর রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, রিচি সোলায়মান, সাজু খাদেম, উর্মিলা, স্পর্শিয়া, বুড়ি আলী প্রমুখ।