মাবরুর রশীদ বান্নার রচনা ও পরিচালনায় টেলিফিল্ম 'স্টোরি অব থাউজেন্ড ডেজ' প্রচার হবে ঈদের পরদিন বেলা ২টা ৪০ মিনিট। গল্পে দেখা যাবে আবীর ও ইমা খুব ভালো বন্ধু। দুজন সারাদিন একসঙ্গে থাকে। সবকিছু নিজেদের মধ্যে শেয়ার করে। কিন্তু একটা জায়গায় এসে তারা যেন আটকে যায়।