মিস্টার পাষাণ সালাহ্উদ্দিন লাভলু। পাষাণ একজন কন্ট্রাক্ট কিলার। এটা তার নাম নয়, উপাধি। অতি বীভৎস ও অত্যন্ত নির্মম পদ্ধতিতে খুন করার কারণে সে এই উপাধি পেয়েছে। ফারুক হোসেনের রচনা ও হিমেল আশরাফের পরিচালনায় এটি প্রচার হবে আরটিভিতে ঈদের দিন রাত ৭টা ৫০ মিনিটে।