এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় নাটক 'স্মার্ট আনস্মার্ট সুন্দর'। অভিনয় করেছেন সজল, তানজিন তিশা, সোহানা সাবা, মাজনুন মিজান প্রমুখ। গল্পে দেখা যাবে সুভা-নুভা সিদ্ধান্ত নেয় তারা কোনো সুন্দর ছেলেকে বিয়ে করবে না। এটি প্রচার হবে এসএ টেলিভিশনে ঈদের দিন থেকে প্রতিদিন রাত ১০টা ৩০ মিনিটে।