মেহেদী আশরাফের পরিচালনায় নাটক 'যানজট'। অভিনয় করেছেন মীর সাবি্বর, বন্যা মির্জা, নাইম ও স্বাগতা। গল্পে দেখা যাবে অাঁখি আর নয়নের ছোট সংসার। নয়ন একটি রিয়েল এস্টেট কোম্পানিতে জব করে, যেখানে সময়ের মূল্য অপরিসীম।
এসএ টেলিভিশনে প্রচার হবে ঈদের ৫ম দিন রাত ৮টা ৫০ মিনিটে।