কৃষকের ঈদ আনন্দ
চ্যানেল আইতে ঈদের পরদিন বেলা সাড়ে ৪টায় প্রচারিত হবে কৃষকের ঈদ আনন্দ। এবার জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান 'কৃষকের ঈদ আনন্দ'কে সাজানো হয়েছে আমকে উপজীব্য করে। গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ এবার অনুষ্ঠান ধারণের জন্য বেছে নিয়েছেন প্রাচীন গৌড় জনপদ ও আমের রাজধানীখ্যাত রাজশাহীকে। এবার আয়োজনে থাকছে সাত রকমের সাতটি ক্রীড়া। অংশ নিয়েছে চাষি, চাষি বউ ও চাষির সন্তানেরা।
কৃষকের ঈদ আনন্দের আলাদা এক বিশেষত্ব ভিতরে ভিতরে তথ্যচিত্রের গাঁথুনি। এবারের তথ্যচিত্র আমকেন্দ্রিক। আমের বাজার, আমের বাগান ও আম নিয়ে দারুণ দারুণ কথামালা। এর ভিতরে ভিতরেই রয়েছে অনেক অজানা তথ্য।
টেলিফিল্ম 'মেঘ রঙ ভালোবাসা'
চ্যানেল আইতে ঈদুল ফিতরের তৃতীয় দিন বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম 'মেঘ রঙ ভালোবাসা'। রচনা ও পরিচালনা রাজীব হাসান। অভিনয়ে রিয়াজ, মিথিলা, অবাক প্রমুখ।
টেলিফিল্ম 'বিষ কিংবা ভালোবাসা'
মো. আসাদুজ্জামানের রচনা ও কায়সার আহমেদের পরিচালনায় ঈদের ৫ম দিন বেলা ২টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে। টেলিফিল্মের গল্পে দেখা যাবে মনুষ্যত্ব ও মানবিকতার মূর্ত প্রতীক শিল্পপতি রাজন। নিজের পছন্দে বিয়ে করে সুন্দরী বউকে নিয়ে বেশ সুখেই সংসারজীবন কাটাচ্ছেন। বাবা-মা হারা একমাত্র ছোট ভাইকে লালন-পালন ও শিক্ষিত করেছেন।
কিন্তু ছোটভাই বাপ্পী হয়ে ওঠে অমানুষ। ঘুণাক্ষরেও সেটা টের পায় না বড় ভাই। এমনই এক ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, বিশ্বাস আর অবিশ্বাসের গল্প নির্মিত টেলিফিল্ম 'বিষ কিংবা ভালোবাসা'। এতে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শ্যামল মওলা, আলভী প্রমুখ।
'কথোপকথনে দুই তারকা'
'কথোপকথনে দুই তারকা' বাংলাভিশনে প্রচারিত হবে ঈদের ৩য় দিন রাত ৯টা ৪০ মিনিটে। চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা একসঙ্গে প্রথমবার কোনো টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। 'কথোপকথনে দুই তারকা' নামে এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শামীম শাহেদ।