বলিউডে নায়করা নায়িকাদের থেকে বেশি পারিশ্রমিক পান। পারিশ্রমিকে এ বৈষম্য নিয়ে এখন বলিউড পাড়ায় ব্যাপক আলোচনা হয়। সম পরিশ্রম করেও কেন নায়কদের চেয়ে কম পারিশ্রমিক পাবেন তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। কঙ্গনা থেকে দীপিকা, প্রিয়াঙ্কা, ক্যাটরিনা সবাই সবর এই দাবিতে। অার বিদ্যমান এই পরিস্থিতির মাঝেই বোমা ফাটালেন ধক ধক গার্ল। বোমাটা হলো, মাধুরী দীক্ষিত সালমান-শাহরুখের চেয়ে বেশি পারিশ্রমিক নিতেন।
বলিউডের চিরসবুজ মুভি 'হাম আপ কে হ্যায় কউন' কিংবা 'দিল তো পাগাল হ্যায়' এখনো ঝড় তুলে দিয়ে যায় প্রেমিক মনে। কিন্তু জানেন কি? এই মুভি দুটি করতে সাল্লু ও বাদশার থেকে বেশি টাকা নিয়েছিলেন মাধুরী।
সূত্রের খবর, 'হাম আপ কে হ্যায় কউন' মুভিটির জন্য মাধুরী পেয়েছিলেন ২৭ কোটি ৩৫ লাখ ৭২৯ হাজার টাকা। সেই তুলনায় সলামনের পারিশ্রমিক ছিল অনেক কম। অন্যদিকে, 'দিল তো পাগাল হ্যায়' মুভিটিতে শাহরুখের পারিশ্রমিক ছিল মাধুরীর থেকে কম।
আর এই তথ্য সামনে আসতেই উঠছে নানা প্রশ্ন। নব্বইয়ের দশকের যেখানে একজন নায়িকা নায়কের থেকে বেশি টাকা পেতেন সেখান আজ এত পার্থক্য কেন? এখন তো নায়িকারাও অ্যাকশন থেকে স্ট্যান্ট সবই করছেন। তবে বৈষম্য কেন?
বিডি-প্রতিদিন/৩০ জুলাই ২০১৫/শরীফ