বিপাশা হায়াত একজন জনপ্রিয় অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন দক্ষ চিত্রশিল্পীও বটে। অভিনয়ের মতো অ্যাবস্ট্রাক ফর্মের শিল্পী বিপাশা হায়াত এবার সে আপেক্ষিকতার রঙকে ফুটিয়ে তুলেছেন তার ক্যানভাসে। সেই সব চিত্রকর্ম নিয়ে বেঙ্গল আর্ট লাউঞ্জে ৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে তার একক চিত্রকর্ম প্রদর্শনী। এবারের প্রদর্শনীর শিরোনাম 'রিয়েলম্স অব মেমরি'। এদিন সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করবেন সৈয়দ মনজুরুল ইসলাম এবং কোরিয়ান অ্যাম্বাসেডর সুন ইয়ং লি।
বিপাশা হায়াত বলেন, 'গোলাপের রঙ আমরা সবাই ধরতে পারি, মানুষের রঙও ধরা সম্ভব। কিন্তু স্মৃতির নিজস্ব রঙ শিল্পীর একান্ত কল্পনা। এটি বিমূর্ত ধারণা। তা কেবল আপন মনে ফুটিয়ে তুলতে হয়। এবার তেমনি কিছু কল্পনা নিয়ে কাজ করেছি। চেষ্টা করেছি নিজের ভাবনাগুলো রঙ-তুলির মাধ্যমে ফুটিয়ে তুলতে। ভালো লাগছে এ রকম বিমূর্ত কিছু ছবি নিয়ে একটি প্রদর্শনী আয়োজন করতে পেরে। দীর্ঘদিন কাজ করে ছবিগুলো শেষ করেছি। তাই এটি শুধু একটি প্রদর্শনী বলা যাবে না। এ আমারই অন্য রূপ।'
প্রদর্শনী চলবে ২৯ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা।
এটাই বিপাশার প্রথম প্রদর্শনী নয়। এর আগেও তিনি বেশ কয়েকবার প্রদর্শনী করেছেন। সেখান থেকে ভালো সাড়াও পেয়েছেন।