বিশেষ দিবসের নাটক ছাড়া খুব একটা অভিনয়ে দেখা মেলে না অভিনেত্রী ও মডেল সাদিয়া ইসলাম মৌকে। তবে নতুন খবর হচ্ছে দীর্ঘদিন পর একটি ধারবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। নাটকটির নাম 'মেগাসিটির ভেগাবন্ড'। এটি লিখেছেন আবদুল্লাহ রানা ও বরজাহান। আর পরিচালনায় আছেন আবদুল্লাহ রানা নিজে। নাটকে চলচ্চিত্রের গ্ল্যামারাস নায়িকা হিসেবে দেখা যাবে তাকে। মৌয়ের বিপরীতে থাকছেন রওনক হাসান ও জুয়েল জহুর। নির্মাতা বলেন, 'এটা সমসাময়িক ঘটনা নিয়ে নির্মিত। এখানে মৌয়ের মতো যেমন লাস্যময়ী চরিত্র আছে, তেমনি মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, সাধারণ যুবকের চরিত্রগুলোও দেখা যাবে।'
মৌয়ের চরিত্র সম্পর্কে জানা যায়, তিনি ঢাকাই চলচ্চিত্রের খ্যাতনামা নায়িকা। একজন পরিচালক তাকে নিয়ে ছবি বানাতে আগ্রহী। নায়কও চূড়ান্ত হয়। কিন্তু হঠাৎ কাজ স্থগিত করে সে পরিচালক। চারদিকে গুঞ্জন শুরু হয় মৌকে নিয়ে। মৌ ফিরে যান তার মঞ্চনাটকের দলে।