মানবসেবার জন্য সবসময়ই এগিয়ে আসেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। কিন্তু ভবিষ্যতে তার মানবসেবার ঐতিহ্য কে এগিয়ে নিয়ে যাবে? উত্তরসূরি খুঁজে পেয়েছেন তিনি। বড় ছেলে ম্যাডক্সে হাতেই সেই দায়িত্ব দিতে চান জোলি।
ম্যাডক্সে নামে একটি সংস্থাও তৈরি করেছেন জোলি। যার নাম 'ম্যাডক্স জোলি-পিট ফাউন্ডেশন'। এটির দায়িত্বও ভবিষ্যতে ছেলের হাতে তুলে দিতে চান তিনি।