কাল কলকাতায় মঞ্চায়ন হবে প্রাঙ্গণেমোরের 'রক্তকরবী'
কলকাতার বিখ্যাত নাট্যদল পূর্ব-পশ্চিম আয়োজিত ছয় দিনব্যাপী নাট্য উৎসবের পঞ্চম দিন আগামীকাল 'প্রাঙ্গণেমোর'র 'রক্তকরবী' মঞ্চায়ন হবে কলকাতার একাডেমি অব ফাইন আর্টস মিলনায়তনে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এ নাটকটির নির্দেশনায় রয়েছেন নূনা আফরোজ।
বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন নূনা আফরোজ, অনন্ত হীরা, রামিজ রাজু প্রমুখ।
আজ ২৬ সদস্যের দল নিয়ে মৈত্রী এক্সপ্রেস যোগে দলটি কলকাতার উদ্দেশে রওনা হবে প্রাঙ্গণেমোর। এর আগে রক্তকরবী নাটকটি মঞ্চায়িত হয়েছে ভারতের কল্যাণী ও বহরমপুরে।
আজ 'চার্ম অব কোরিয়া'
কোরিয়ান অ্যাম্বেসির আয়োজনে আজ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে 'চার্ম অব কোরিয়া: উং স্যান জ্যাজ স্টোরি' শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান।
সন্ধ্যা সাতটায় একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
কোরিয়ার এই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী
২ আগস্ট শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী।
এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে একাডেমির চিত্রশালা মিলনায়তনে। দিনব্যাপী এই প্রদর্শনীতে প্রদর্শিত হবে 'পুরনো ঢাকার পুরান ইতিহাস, খবরাক্রান্ত, সুতপার ঠিকানা, মনোফুল ও অপভ্রংশসহ মোট পাঁচটি চলচ্চিত্র।
কবিতালাপ পুরস্কার প্রদান
আলোচনা, পুরস্কার প্রদান ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপিত হলো সাহিত্যধর্মী সংগঠন 'কবিতালাপ'র ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কবি রবিউল হুসাইন, কবি কামাল চৌধুরী, লেখক ড. রণজিৎ কুমার বিশ্বাস ও দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক লিয়াকত আলী।
এবারের কবিতালাপ পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবি ও সাংবাদিক ফারুক আলমগীর; কবি, প্রাবন্ধিক ও গবেষক মোহাম্মদ আবদুল মজিদ, কবি আসাদ মান্নান, কবি রুবী রহমান, প্রাবন্ধিক ও গবেষক ফয়জুল লতিফ চৌধুরী, কবি ও গবেষক আবদুস সামাদ ফারুক, কবি রবীন্দ্র গোপ, কবি মুহাম্মদ সামাদ, কবি মোশাররফ হোসেন ভূঞা প্রমুখ।
আজ 'রাঢ়াঙ'
আজ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হবে আরণ্যক নাট্যদলের নাটক 'রাঢ়াঙ'। মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আরণ্যকের নিয়মিত নাট্যকর্মীরা।