বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের বাবা মীর মাহবুবুল আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এর আগে, মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে কয়েকদিন ধরে রাজধানীর গ্রিন রোডে সেন্ট্রাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন মীর মাহবুবুল আলম।
শুক্রবার বাদ জুমা রাজধানীর সাইন্সল্যাব জামে মসজিদে নিহতের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বরগুনায় দ্বিতীয় জানাজা ও বরিশালে বাদ যোহর তৃতীয় জানাজার পর মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হবে।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৫/মাহবুব