বলিউডের গুণী পরিচালক মধুর ভাণ্ডারকারের মুভিগুলো সব সময়ই আলোচনায় থাকে। সমালোচক মহলেও তিনি পরিচালক হিসেবে সমাদৃত। বছর পাঁচেক আগে মডেলিং ও ফ্যাশন দুনিয়ার বিষয়ে তিনি প্রিয়াংকাকে নিয়ে তৈরি করেছিলেন 'ফ্যাশন' নামক মুভি যা ব্যাপক প্রশংসা কুড়ায়। গত এক বছর ধরে তিনি ব্যস্ত সময় পার করছেন নিজের নতুন মুভি 'ক্যালেন্ডার গার্ল' নিয়ে। এতে নতুন অভিনেতা-অভিনেত্রীদের নিয়েই কাজ করেছেন তিনি। মুভিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাখি সাওয়ান্ত।
'ক্যালেন্ডার গার্ল' মুভিটির গল্প তৈরি হয়েছে মডেলিং জগতের 'অভ্যন্তরীণ' অন্ধকার রূপ নিয়ে। তবে মধুর ভাণ্ডারকার পরিচালিত ও রাখি সাওয়ান্ত অভিনীত এ মুভিটি সম্প্রতি অতিরিক্ত নগ্নতার জন্য আটকে দিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। এর একটি গানে রাখি অনেকটাই নগ্ন হয়ে উপস্থাপিত হয়েছেন। তার সঙ্গে থাকা একাধিক নারী মডেলও সেই দৃশ্যে নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। প্রথমদিকে টিভিতে প্রচারের জন্য সেন্সরবোর্ড এটি আটকে দিয়েছিল শর্তসাপেক্ষে। কিন্তু পরবর্তীতে রাখির করা নগ্নদৃশ্য ও আপত্তিকর সংলাপ কেটে মুভিটি মুক্তি দেয়ার কথা বলেছে সেন্সর বোর্ড। আর এ কারণেই পূর্ব নির্ধারিত তারিখে মুক্তি দিতে পারছেন না পরিচালক।
চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন করেছেন মধুর ভাণ্ডারকার। কিন্তু রাখির নগ্ন দৃশ্যগুলোর কারণে আটকে গেলেন তিনি। তাই মুক্তির তারিখও বদলাতে হবে তাকে। এ বিষয় নিয়ে মধুর ভাণ্ডারকার কিছু না বললেও কথা বলেছেন রাখি। তিনি বলেন, 'এর আগে সেন্সর বোর্ড বিভিন্ন মুভিতে আমার দৃশ্যগুলোই আটকে দিয়েছে। আমি বুঝি না সমস্যা কোথায়। 'ক্যালেন্ডার গার্ল' মুভিতে আমার দৃশ্যগুলোকেই কেন আপত্তিকর মনে হলো! এখানে তো অনেকেই এরকমভাবে উপস্থাপিত হয়েছেন। এটা খুবই দুঃখজনক।'
উল্লেখ্য, 'ক্যালেন্ডার গার্ল' মুভিতে রাখি ছাড়াও অভিনয় করেছেন আকাঙ্ক্ষা পুরি, আভানি মুদি ও কিরা দত্তসহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/১ আগস্ট ২০১৫/শরীফ