বলিউডের খ্যাতনামা প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়াকে বিয়ের পর থেকে সংসার নিয়ে ব্যস্ত প্রতিভাবান অভিনেত্রী রানী মুখার্জি। পর্দায়ও তার সরব উপস্থিতি আর আগের মতো নেই। সাম্প্রতিক সময়ে অবশ্য মর্দানি সিনেমাটি দিয়ে ফের দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
এবার 'ভোগ' ইন্ডিয়া ম্যাগাজিনের জন্য ফটোশুট করেছেন রানী মুখার্জি। আর তাতে মুগ্ধ ভক্ত থেকে শুরু করে পুরো বলিউডউ। ওজন ঝরিয়ে স্লিম অ্যান্ড ট্রিম রানী। রানীর এই নতুন রূপ প্রশংসা কেড়েছে সকল মহলে। ম্যাগাজিনটির আগস্ট সংখ্যার জন্য করা ফটোশুটে দারুন সাহসী ও গ্ল্যামারাস রানী।
ফটোশুটে ইতালিয় ডিজাইনার ডোলস অ্যান্ড গাব্বানার কস্টিউম পরেছেন রানী। সঙ্গে নতুন হেয়ার স্টাইল আর লিপস্টিকে আবেদনে ভরপুর রানীর বয়সটাও যেন কমে গেছে এক যুগ।
বিডি-প্রতিদিন/০১ আগস্ট ২০১৫/ এস আহমেদ