দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় অভিনেত্রী নওরীন হাসান খান জেনি। গতকাল শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। জেনির স্বামী তানভীর খান চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান। তানভীরেরও এটি দ্বিতীয় বিয়ে।
বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ছাড়াও আত্মীয়-স্বজন ও শোবিজের অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।
চলতি বছরের ৫ জুন দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনের মাধ্যমে বাগদান সম্পন্ন হয় জেনি-তানভীরের। বছর শেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলে বাগদানের পর মিডিয়াকে জানিয়েছিলেন জেনি।
বিডি-প্রতিদিন/০১ আগস্ট ২০১৫/ এস আহমেদ