শাকিব খান ও অপু বিশ্বাস আবার জুটি হয়ে অভিনয় করছেন। আর এবার তারা যুক্ত হচ্ছেন আলোচিত ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে। এ ব্যানার থেকে তারা অভিনয় করবেন সাইফ চন্দনের 'বাজিকর' ছবিতে। এরই মাঝে ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারা। বর্তমানে চলছে পাণ্ডুলিপি পরিমার্জনের কাজ। শিগগিরই শুরু হবে শুটিং।
কিছুদিন আগে ভার্সেটাইলে অভিনেত্রী মাহিয়া মাহীর যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে বেশ জল ঘোলা হয়। জাজ মাল্টিমিডিয়া থেকে দূরে সরে ভার্সেটাইলে তার যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে বেশ হৈচৈ পড়ে যায়। বিষয়টি শেষ পর্যন্ত জাজের সঙ্গে ভার্সেটাইলের দ্বন্দ্বে গড়ায়। তাই শেষ পর্যন্ত মাহীর সঙ্গে ভার্সেটাইলের কাজ হয়নি। তাই ভার্সেটাইলে শাকিব-অপুর যুক্ত হওয়াকে বড় সংবাদ হিসেবেই দেখছে চলচ্চিত্রপাড়ার মানুষ। কারণ মাহীর থেকেও শাকিব-অপু বড় তারকা। এ কারণে বিষয়টিকে সবাই জাজকে পেছনে ফেলে ভার্সেটাইলের এগিয়ে যাওয়া হিসেবেই দেখছেন। কিন্তু ভার্সেটাইল কর্ণধার আরশাদ বলছেন ভিন্ন কথা। তিনি বলেন, 'কোনো দ্বন্দ্ব নয়। আমরা গল্পের প্রয়োজনে এ জুটিকে চূড়ান্ত করেছি।'