চলচ্চিত্র অভিনেতা ওমর সানী ও অভিনেত্রী মৌসুমীর ২১তম বিবাহবার্ষিকী আজ রবিবার। এবার এই দম্পতির বিবাহবার্ষিকীর উদযাপনটা শুরু হলো একটু চমক দিয়ে। তাদের শুভেচ্ছা জানাতেই যে মাঝরাতে ফুল হাতে হাসপাতালে হাজির হলেন আরেক অভিনেতা মিশা সওদাগর।
শনিবার দিবাগত রাত ২টার দিকে সেই ছবি ফেসবুকে শেয়ার করেন ওমর সানী। একইসঙ্গে ছবিটির একটি ক্যাপশনও দেন। সেটি ছিল এরকম- ছেলে ফারদিনের অসুস্থতার কারণে আমরা এখনো হাসপাতালে। কিন্তু আমাদের মুখে হাসি ফোটাতে রাত ১২টা বাজতেই ফুল হাতে উপস্থিত হলেন আমার বন্ধু মিশা সওদাগর। দিজ ইজ লাভ এ্যান্ড দিজ ইজ ফ্রেন্ডশিপ।
পাশাপাশি নিজেদের ২১তম বিবাহবার্ষিকী উল্লেখ করে সবার কাছে দোয়া চেয়েছেন ওমর সানী।
উল্লেখ্য, বাংলা সিনেমার জনপ্রিয় জুটি ওমর সানী ও মৌসুমী ১৯৯৬ সালের ২ আগস্ট বিবাহ বন্ধনে আবন্ধ হন। এ দম্পতির দুই সন্তান— ছেলে ফারদিন এহসান স্বাধীন ও মেয়ে ফাইজা। সম্প্রতি স্বাধীন ঠাণ্ডাজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিডি-প্রতিদিন/০২ আগস্ট, ২০১৫/মাহবুব