পর্ণোতারকা থেকে বলিউড অভিনেত্রী বনে যাওয়া সানি লিওনি ফের ভক্তদের মাতাতে আসছেন। ''তেরা বেইমান লাভ' নামে নতুন একটি মুভিতে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি এর ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। ধারণা করা হচ্ছে, রোমান্টিক ধাচেঁর এই মুভিটি সানি লিওনির অতীত সিনেমার সব রেকর্ড ভেঙে দিবে।
মুভিটিতে সানির বিপরীতে অভিনয় করেছেন মডেল-কাম অভিনেতা রাজনিশ দুগ্গাল। পোস্টারে এ দু'জনের প্রাণবন্ত উপস্থিতি ইতোমধ্যে ব্যপক সাড়া ফেলেছে বলিউড পাড়ায়। মুভিটিতে তাদের রসায়ন ভক্তদের দারুণ মুগ্ধ করবে বলেই বিশ্বাস চলচ্চিত্র বোদ্ধাদের।
'তেরা বেইমান লাভ' সানি ও রাজনিশ জুটির দ্বিতীয় মুভি। এর আগে 'এক পেহেলি লীলা'য় একসঙ্গে দেখা গেছে তাদের। তবে ওই মুভিতে পর্দায় তাদের উপস্থিতি বেশিক্ষণ ছিল না। বলা হচ্ছে, নতুন এই মুভিটি দিয়েই নাকি তারা বাজিমাত করবেন।
বিডি-প্রতিদিন/২ আগস্ট ২০১৫/শরীফ