মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পেলেন কলকাতা নাইট রাইডারস (কেকেআর)-এর মালিক তথা বলিউড অভিনেতা শাহরুখ খান। রবিবার মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)-এর ম্যানেজিং কমিটির বৈঠকে শাহরুখের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।
এদিন এমসিএ'র ভাইস প্রেসিডেন্ট আশিস সেলর এই কথা জানিয়ে বলেন, আজকের বৈঠকে শাহরুখের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে আমি প্রস্তাব দিই, এরপর সভাপতি শরদ পাওয়ার তাতে অনুমতি দেন। পরে ম্যানেজিং কমিটি এই বিষয়ে সহমত পোষণ করে। অতএব ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঢুকতে তাঁর (শাহরুখ খান) আর কোন বাধা নেই।
তিনি আরও বলেন, 'যখন প্রয়োজন ছিল তখন তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছিল কিন্তু এখন আমরা মনে করছি যে এর আর দরকার নেই। ম্যানেজিং কমিটির সকল সদস্যই বিষয়টিতে একমত পোষণ করেছেন। আমরা মনে করি কারও বিরুদ্ধে এই ধরনের নিষেধাজ্ঞা জারি থাকা উচিত নয়।'
২০১২ সালের ১৮ মে আইপিএল এর একটি ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে কেকেআর-এর জয়ের পর এমসিএ কর্মকর্তা ও মাঠের নিরাপত্তারক্ষীদের সঙ্গে খারাপ আচরণ করার অভিযোগ ওঠে শাহরুখের বিরুদ্ধে। এরপরই পাঁচ বছরের জন্য শাহরুখের ওই মাঠে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করেন ম্যানেজিং কমিটির তৎকালীন প্রধান বর্তমানে প্রয়াত বিলাসরাও দেশমুখ। যদিও সেসময় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন কিং খান। সময়ের আগেই রবিবার সেই নিষেধাজ্ঞা তুলে নিল এমসিএ। যদিও সূত্রে খবর কিং খান নিজেই এমসিএ-এর প্রেসিডেন্ট শরদ পাওয়ারকে তাঁর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/০২ আগস্ট ২০১৫/ এস আহমেদ