বলিউড অভিনেতা সালমান খানের বাড়িতে হঠাৎ হানা দিয়েছে মুম্বাই পুলিশ। সালমানের বোন অর্পিতার জন্মদিনের পার্টিতে জোরে গান বাজানোর কারণে ফের পুলিশি বিতর্কে জাড়ালেন তিনি। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম।
অর্পিতার জন্মদিন উপলক্ষে মুম্বাইয়ের বান্দ্রার প্যাসিফিক হায়েস্ট অ্যাপার্টমেন্ট পার্টির আয়োজন করেছিল সালমান খান। পার্টিতে পরিবারের লোকজন, বন্ধুবান্ধব ছাড়াও উপস্থিত ছিলেন বলিউডের বেশ কিছু চেনা মুখ। হাজির ছিলেন সোনাক্ষী সিনহা, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, করন জোহরের মতো বহু নামি তারকারা।
পার্টিতে খুব জোরে গান বাজানোর অভিযোগ পেয়ে আচমকা সেখানে হানা দেয় পুলিশ। মুম্বাইয়ে রাত ১০টার পর জোরে গান বাজানো বা লাউড স্পিকার চালানোর অনুমতি নেই। পার্টিতে পুলিশ হাজির হয়ে শান্তি নষ্ট করা ও শব্দদূষণের অভিযোগে আনে। তাই তড়িঘড়ি পার্টি বন্ধ করে দিতে বাধ্য হন সালমান খান।
যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি মুম্বাই পুলিশ।
বিডি-প্রতিদিন/০২ আগস্ট ২০১৫/ এস আহমেদ