মাত্র ১৫ দিনে বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপি ছাড়িয়েছে সালমান খান অভিনীত 'বজরঙ্গি ভাইজান'-এর আয়। দ্রুততম সময়ে ৪০০ কোটির সীমা পেরুনো প্রথম হিন্দি সিনেমা হওয়ার রেকর্ড গড়েছে এটি। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস ইন্ডিয়া বলছে, ভারতের বাজারেও জমজমাট ব্যবসা করছে ঈদে মুক্তি পাওয়া সিনেমাটি। ১৫ দিনে ভারতে 'বজরঙ্গি ভাইজান' আয় করেছে ২৭৬ কোটি ৩৬ লাখ রুপি। অবশ্য প্রথম সপ্তায়ই লাভ উঠিয়ে নিয়েছে 'বজরঙ্গি ভাইজান'। বিশ্লেষকরা বলছেন, মুক্তির তৃতীয় সপ্তাহে 'বজরঙ্গি ভাইজান'-এর আয়ে কিছুটা হলেও ভাটা পড়েছে। কারণ ৩১ জুলাই শুক্রবার মুক্তি পেয়েছে অজয় দেবগনের সিনেমা 'দৃশ্যাম'। থ্রিলার ধাঁচের এই সিনেমাটি বক্স-অফিসে এখন টক্কর দিচ্ছে 'বজরঙ্গি ভাইজান'এর সঙ্গে। বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে জানান, ৩১ জুলাই 'বজরঙ্গি ভাইজান' আয় করেছে ৪ কোটি ১১ লাখ রুপি। তবে ইতিমধ্যেই পেয়েছে সর্বকালের সেরা ব্লকবাস্টারের খেতাব। তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে 'বজরঙ্গি ভাইজান' এ পর্যন্ত আয় করেছে ১২৮ কোটি রুপি। ধারণা করা হচ্ছে, শনি-রবিবার সাপ্তাহিক ছুটিতে সিনেমাটির আয় আরও বাড়বে। পাকিস্তান-ভারত সম্পর্ক নিয়ে নির্মিত 'বজরঙ্গি ভাইজান' মুক্তি পেয়েছে পাকিস্তানেও। সেখানেও বক্স-অফিসে শীর্ষে আছে সিনেমাটি। কবির খান পরিচালিত 'বজরঙ্গি ভাইজান'-এর কাহিনী গড়ে উঠেছে এক ভারতীয় যুবক এবং এক পাকিস্তানি শিশুকে নিয়ে। এতে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর খান, নাওয়াজউদ্দিন সিদ্দিকি এবং হারশালি মালহোত্রা।
অন্যদিকে বজরঙ্গি ভাইজানের সাফল্যের নৌকাটা যখন ভাসছে, সেই সময় আগামী ছবি ফ্যান্টমের প্রচার চালিয়ে যাচ্ছেন কবীর খান। ফার্স্ট লুকের পর এবার ছবির প্রথম গান রিলিজ করলেন কবীর। প্রীতমের মিউজিকে গান গেয়েছেন পাকিস্তানি গায়ক আসরার।