দুপুর গড়িয়ে তখন বিকাল। সাজানো-গোছানো স্কুলের একটি কক্ষে ছোট ছোট বাচ্চাদের আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে অনেক ধৈর্য নিয়ে গান শেখাচ্ছেন তিনি। যেন এক নতুন পৃথিবীতে অন্য এক এস আই টুটুলের দেখা মিলল। রাজধানীর উত্তরার তিন নম্বর সেক্টরে অবস্থিত 'অল সেইন্টস ইন্টারন্যাশনাল স্কুল'-এ গত কয়েক মাস ধরে হেড অব মিউজিক হিসেবে দায়িত্ব পালন করছেন এস আই টুটুল। এ স্কুলেই ১৩০ জনেরও অধিক ছোট ছোট শিক্ষার্থীকে সংগীতের নানান বিষয়ে শিক্ষা দান করেন তিনি। তার হাত ধরেই শিক্ষার্থীরা শিখছে উচ্চাঙ্গ সংগীত, রবীন্দ সংগীত, নজরুল সংগীত, আধুনিক গানসহ নাচ, গিটার, পিয়ানো, আর্টসহ আরও অনেক কিছু। এস আই টুটুল বলেন, 'একজন শিল্পী হিসেবে এ জীবনে যা পেয়েছি তাতে আমি খুবই তৃপ্ত। এই বয়সে এসে এখন শুধু আমার একটাই লক্ষ্য আর তা হলো আগামী প্রজন্মের শিল্পীদের সঠিকভাবে গানের পথে চালিত করা। তারা যেন শুদ্ধরূপে গান শিখে, নিজেদের শিল্পী হিসেবে গড়ে তুলতে পারে। আমার বিশ্বাস ছোট ছোট এই বাচ্চাদের মাঝেই লুকিয়ে আছে আগামীর অপার সম্ভাবনা।' তিনি আরও বলেন, 'স্কুলটির প্রিন্সিপাল বি এন পোল্যান্ড এবং স্কুলের শিক্ষাবিষয়ক উপদেষ্টা স্টিভ পোল্যান্ড স্কুলের সংগীতবিষয়ক শিক্ষা দানে দারুণভাবে সহযোগিতা করছেন শুরু থেকেই। মাত্র ছয় মাসেই এস আই টুটুল আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছেন। স্কুলটির প্রিন্সিপাল বি এন পোল্ল্যা জানান আপাতত প্লে গ্রুপ থেকে কেজি টু পর্যন্ত শিক্ষাব্যবস্থা চালু আছে স্কুলটিতে। ভবিষ্যতে তা পর্যায়ক্রমে বাড়বে প্রতি বছর।