আমাদের সমাজের প্রতিটি মানুষের রয়েছে আলাদা কিছু গল্প। কিছু গল্প রয়েছে যা কেউ কখনো ব্যক্ত করতে পারে না। সেই গল্পগুলো থেমে যায় ব্যাকরণের জটিল সমীকরণে পড়ে। তার মাঝেই আবার কেউ সব বাধা পেরিয়ে চলে আসে প্রত্যাশার সীমানায়, জয় হয় ভালোবাসার। এমনই একটি ভালোবাসার গল্প নিয়ে মারুফ আহমেদ সোহাগের রচনা ও পরিচালনায় নাটক নির্মিত হয়েছে 'ব্যাক টু লাভ' শিরোনামের একটি একক নাটক। সম্প্রতি গুলশান, বনানী, হাতিরঝিলসহ রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ করা হয়।
নাটকটিতে অভিনয় করেছেন অপূর্ব, শবনম ফারিয়া, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসামের যাহের আলভী, জি এম শহিদ আরও অনেকে। নাটকটিতে গান রয়েছে দুটি। গানের কথা তাহসান শুভ ও গান গেয়েছেন উদয় রহমান।
এ প্রসঙ্গে মারুফ আহমেদ সোহাগ বলেন, 'যেহেতু এটি আমার প্রথম একক নাটকে কাজ, তাই একটু সময় নিয়ে করতে আমি চেষ্টা করেছি একটু নতুনভাবে গল্পটাকে উপস্থাপন করতে। আশা করি ভালো লাগবে।