সুস্থ হয়ে উঠছেন অভিনেত্রী দিতি। সম্প্রতি দিতির মেয়ে লামিয়া চৌধুরী এ খবর জানিয়ে কিছু ছবিও দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেখানে দেখা যাচ্ছে, ছেলেমেয়ের সঙ্গে দিতি বেশ হাস্যোজ্জ্বল।
তবে ছবি দেখে বোঝা যাচ্ছে, এখনো দিতির শরীর বেশ দুর্বল। তিনি এখনো হাসপাতালে। কদিন আগেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমালজিতে (এমআইওটি) গত ২৯ জুলাই দুপুরে এ অস্ত্রোপচার হয়। ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন তিনি।
দিতি কবে দেশে ফিরছেন, সেটি এখনো জানা যায়নি। লামিয়া শুধু বলছেন, 'মা আস্তে ধীরে শরীরের শক্তি ফিরে পাচ্ছেন। কঠিন সময় যাচ্ছে, কিন্তু আমরা ইতিবাচক এবং ধৈর্যশীল হয়ে থাকার চেষ্টা করে যাচ্ছি।'
জনপ্রিয় অভিনেত্রী-নির্মাতা দিতি সম্পূর্ণ শরীরে ফিরে আসবেন, এ কামনা এখন সবার।