লালন সংগীতে অবদানের জন্য এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে 'চাতক' ব্যান্ডকে। গত বুধবার পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের আরও বেশ কিছু জনপ্রিয় ব্যান্ড দল। ব্যান্ড প্রধান কেনেডি বলেন, 'নরসিংদীর মতো একটি জেলা শহরে আমাদের ব্যান্ডের জন্ম। প্রায় ছয়-সাত বছর ধরে আমরা লালনের গানের উপরে কাজ করছি। আমরা অনেক আনন্দিত, আমাদের মতো একটি ব্যান্ড দলকে এই সম্মাননা দেওয়ার জন্য।' অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ২০০৯ সালে কেনেডির হাত ধরে নরসিংদীতে ব্যান্ডটির যাত্রা শুরু করে।
সম্প্রতি ব্যান্ডটি প্রকাশ করে তাদের প্রথম একক অ্যালবাম 'সহজ মানুষ'। এতে গান রয়েছে ছয়টি। অ্যালবামটির রেকর্ডিং, মিক্সি ও মাস্টারিং হয়েছে চিরকুটের স্টুডিওতে।
ব্যান্ডের সদস্যরা হলেন কেনেডি [ভোকাল, গিটারিস্ট], পলক [ গিটার], শান্ত [বেজ], নূর আলী [গিটার]।