পোস্টার, ট্রেলরের পর এবার মুক্তি পেয়েছে 'ফান্টম' মুভির প্রথম গান 'আফগান জালেবি, মাসুম ফেরেবি, ঘায়েল হে তেরা দিবানা…।' সালমান খান অভিনীত 'বজরঙ্গি ভাইজান'র সাফল্যের নৌকায় বসেই এ মুভির জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন কবীর খান। সেই সুবাদেই সম্প্রতি টুইটারে এই গান পোস্ট করেছেন বজরঙ্গির নির্মাতা কবীর খান।
ইতোমধ্যে ফার্স্ট লুকে জ্বলন্ত তাজ হোটেলের সামনে সাইফ-ক্যাটরিনার তিরঙ্গায় বাঁধা ছবি অনলাইনে ঝড় তুলেছে। আর এই গানের ভিডিও মুক্তি পেতে না পেতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ক্যাটরিনা কাইফ।
গানে ক্যাটের প্রাণবন্ত উপস্থিতি মুগ্ধ করেছে ভক্তদের। ধারণা করা হচ্ছে, এই গান দিয়ে পেছনের সব রেকর্ড ভেঙে ফেলবেন এই বলিউড সুন্দরী। 'আফগান জালেবি' গানে সঙ্গীত দিয়েছেন প্রীতম। গানটি গেয়েছেন পাকিস্তানি গায়ক আসরার।
২৬/১১ মুম্বাই হামলার ঘটনার নিয়ে গল্প বুনেছেন এস হুসেন জাইদি। জাইদির লেখা 'মুম্বাই অ্যাভেঞ্জার্স'কে অবলম্বন করে 'ফ্যান্টম' নির্মাণ করেছেন প্রখ্যাত পরিচালক কবীর খান।
উল্লেখ্য, চলতি মাসের ২৮ তারিখে 'ফ্যান্টম' মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/৩ অাগস্ট ২০১৫/শরীফ