পুলিশকে 'ঠোলা' বলায় মামলার জালে ফাঁসলেন মি. পারফেকশনিস্ট আমির খান। ২০১৪ সালে মুক্তি পাওয়া সুপারহিট 'পিকে' সিনেমায় আমিরের মুখে শব্দটি শোনা যায়। তাই আমিরের বিরুদ্ধে নয়া অশোক নগর থানায় অভিযোগ দায়ের করেছেন চিত্রপরিচালক উল্লাস। এর আগে খাকি উর্দিধারীদের 'ঠোলা' বলায় অভিযোগের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।
জুলাই মাসে কেজরিওয়াল একটি হিন্দি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে দিল্লির পুলিশকর্মীদের সম্পর্কে 'ঠোলা' শব্দটি ব্যবহার করেন। বাংলাদেশেও পুলিশকে গালিগালাজ করতে শব্দটি ব্যবহার করা হয়। তখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লাজপত নগর থানায় অভিযোগ দায়ের করেন এক কনস্টেবল।
'পিকে' সিনেমার একটি দৃশ্যে আমির এক পুলিশ অফিসারের ক্ষেত্রে 'ঠোলা' শব্দটি প্রয়োগ করেন। উল্লাস এ প্রসঙ্গে বলেন, 'যদি এই ধরনের আপত্তিকর শব্দ প্রয়োগের জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়, তবে আমিরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হবে না কেন?'
এবিপি আনন্দ অবলম্বনে
বিডি-প্রতিদিন/০৩ আগস্ট ২০১৫/ এস আহমেদ