বাংলাদেশের প্রথম সবাক পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি ‘মুখ ও মুখোশ’ ৫৯ বছর পূর্ণ করলো। ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পায় এই চলচ্চিত্রটি। একই সঙ্গে ৬০ বছরে পদার্পণ করলো দেশীয় চলচ্চিত্র।
‘মুখ ও মুখোশ’-এর পরিচালক ছিলেন আবদুল জব্বার খান। যিনি নিজেই নায়ক চরিত্রে অভিনয় করেন। নায়িকা চরিত্রে ছিলেন চট্টগ্রামের মেয়ে পূর্ণিমা সেন। এতে আরও অভিনয় করেন ইনাম আহমেদ, নাজমা (পিয়ারী), জহরত আরা, আলী মনসুর, রফিক, নুরুল আনাম খান, সাইফুদ্দীন, বিলকিস বারী প্রমুখ। ‘মুখ ও মুখোশ’-এর সঙ্গে আরও যুক্ত ছিলেন চিত্রগ্রাহক কিউ এম জামান, সুরকার সমর দাস, কণ্ঠশিল্পী আবদুল আলীম ও মাহবুবা হাসানাত।
বিডি-প্রতিদিন/ ০৩ আগস্ট, ২০১৫/ রশিদা