গত বছর নির্মাতা-প্রযোজক আদিত্য চোপড়াকে বিয়ে করেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী রানী মুখার্জি। বিয়ের চার মাস পর মুক্তি পায় রানী অভিনীত সর্বশেষ ছবি 'মারদানি'। এরপর আর নতুন কোনো ছবিতেই দেখা যায়নি তাকে। সম্প্রতি ভোগ ইন্ডিয়ার আগস্ট সংখ্যার প্রচ্ছদ কাহিনীতে রানীর বিয়ে-পরবর্তী জীবনের গল্প প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারে খোলামেলা অনেক কথাই বলেছেন রানী। জানিয়েছেন, বিয়ের পর নতুন কোনো ছবির কাজ করছেন না। বিবাহিত জীবনকে উপভোগ করছেন। তাই পুরোপুরি বেকার তিনি।
রানী বলেন, 'বর্তমানে আমি কিছু করছি না। বিবাহিত জীবন উপভোগ করছি।' রানী আরও বলেন, 'যেহেতু এ মুহূর্তে নতুন কোনো ছবিতে অভিনয় করছি না, তাই এখন আমি ধনী চলচ্চিত্র প্রযোজকের স্ত্রী। বিষয়টি আমার কাছে যথেষ্ট স্বস্তিদায়ক।'
ভবিষ্যতে ছবি পরিচালনার ইচ্ছা আছে কি না- জানতে চাইলে রানী বলেন, 'আমি চাইলে আদি [আদিত্য চোপড়া] কখনই না বলবে না। কিন্তু আমি দেখছি, আমার স্বামী কীভাবে কাজ করে। সে তার স্টুডিওর সবচেয়ে পরিশ্রমী ব্যক্তি। রাতে সবার শেষে সে স্টুডিও থেকে বের হয়। অপরিপক্ব কোনো কাজ করে আমি তার সুনাম ঝুঁকির মুখে ফেলতে চাই না।'
আগামী পাঁচ বছরের মধ্যে মা হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন রানী। তার ভাষ্য, 'এখন থেকে পাঁচ বছরের মধ্যে চমৎকার কিছু ছবিতে আমি নিজেকে দেখতে চাই। সুন্দর ছেলেমেয়ে নিয়ে আমি ছবির সেটে যাব। আমার পাশেই থাকবে তারা।'
অতীত জীবনের কথা জানাতে গিয়ে রানী বলেন, 'আমি কখনই অভিনয়শিল্পী হতে চাইনি। আমি যে চলচ্চিত্র পরিবারের মেয়ে, স্কুলজীবনে তা লুকানোর চেষ্টা করতাম। ক্লাস টেনে পড়ার সময় প্রথম ছবিতে অভিনয়ের প্রস্তাব পাই। কিন্তু শেষ পর্যন্ত ছবিটিতে অভিনয় করেন উর্মিলা মাতন্ডকার।'
'গুলাম', 'কুছ কুছ হোতা হ্যায়' থেকে শুরু করে 'নো ওয়ান কিলড জেসিকা', 'মারদানি'সহ আরও অনেক ছবিতে অসাধারণ অভিনয়প্রতিভা দেখিয়েছেন রানী। এর পুরো কৃতিত্ব তিনি দিয়েছেন আদিত্য চোপড়া, শাহরুখ খান ও আমির খানকে। রানী বলেন, 'আমার সাফল্যের পেছনে সে [আদিত্য] যেমন অবদান রেখেছে, তেমনি রেখেছেন শাহরুখ খান। আর আমির খান 'গুলাম' ছবিতে আমাকে নেওয়ার জন্য নির্মাতা-প্রযোজককে অনুরোধ করেছিলেন। আমার ক্যারিয়ারে এ তিনজন মানুষ খুবই গুরুত্বপূর্ণ।'