সাইমন আর মৌসুমী হামিদ জুটি হয়ে আসছেন ৭ আগস্ট। এদিন মুক্তি পাচ্ছে তাদের ছবি 'ব্ল্যাকমানি'। নির্মাণ করেছেন সাফিউদ্দিন সাফি। ছবিটি নিয়ে দুজনই খুব আশাবাদী। সাইমন বলেন, "আমার 'পোড়ামন' ছবিটির পর উল্লেখযোগ্য আরেকটি ছবির নাম হচ্ছে 'ব্ল্যাকমানি'। এতে দর্শক একেবারেই নতুন রূপে দেখতে পাবেন।" মৌসুমী হামিদও 'ব্ল্যাকমানি' নিয়ে খুবই উচ্ছ্বসিত। তিনি বলেন, "চমৎকার গল্প, নির্মাণ আর চরিত্রের একটি ছবি হচ্ছে 'ব্ল্যাকমানি'। এতে ভালো অভিনয় করার চেষ্টা করেছি।"